নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নভেল করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরাকারী নিষেধ অমান্য করে নাটোরের লালপুরের গোপালপুর পৌরসভার এলাকার কিশোর ও যুবকদের ক্রিকেট খেলার অনুশিলন করতে মাঠে নেমেছে । উপজেলার গোপালপুর পৌরসভা এলাকার নারায়ণপুর রেললাইনের পাশে একটু ফাঁকা মাঠ পেয়েই ক্রিকেট খেলার অনুশিলন করতে মাঠে কিশোর ও যুবকদের দেখা যায় । গোপালপুর রেলগেট থেকে পশ্চিম দিকে চিনিকলের অফিসার কোয়ার্টারের ও রেলপথের পাশে অবস্থিত এই খেলার মাঠ । এখানে প্রতিদিন বিকেলে ৪টা থেকে সন্ধ্যার আযান পর্যন্ত চলে এই ক্রিকেট খেলার আসর । এতে করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারী আদেশ অমান্য করেছে ক্রিকেট খেলায় অংশ গ্রহণকারী কিশোর ও যুবকেরা । এতে খেলায় অংশ গ্রহণকারী কিশোর ও যুবকেরা নিজেরা করোনা ভাইরাস আক্রান্ত এর ঝুঁকিতে পড়ার আশংকা পড়ার সম্ভাবনা রয়েছে দল। অন্যদিকে সরকারী আদেশ অমান্য করছে খেলায় অংশ গ্রহণকারীরা । এবিষয়ে কয়েকজন কিশোর ও যুবক বলেন, আমরা এখানে ক্রিকেট খেললে কোন সমস্যা হবেনা । খেললে আমাদের মন ভালো থাকবে । তারা আরো বলেন আমরা এই মাঠে আগে থেকেই ক্রিকেট খেলে আসছি । কাল থেকে আর এই মাঠে খেলতে পারবোনা , পুলিশ এসে খেলা বন্ধ করে দেবে ।
আরও দেখুন
লালপুরে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,প্রফেসর নজরুল ইসলাম রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ পিএনআরএফআরএর উদ্যোগে নাটোর লালপুরে ৫শ …