নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে এখনো করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে ও জরুরি বিভাগেও ভিড় নেই। ২রা এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে মাত্র ৭ জন রোগী পাওয়া যায়। জানা গেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমে গেছে রোগীর সংখ্যা। এখন হাসপাতালের বেশিরভাগ বেড খালি পড়ে আছে। আগে যেখানে রোগী সামাল দিতে হিমশিম খেতে হতো। ওয়ার্ডে ছিল রোগীর সঙ্গে আসা স্বজনদের কোলাহল। সে চিত্র এখন বদলে গেছে। তবে যারা চিকিৎসা নিতে আসছে, সবাইকে রোগের ধরন বুঝে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যান্য সময় যেখানে প্রতিদিন আউটডোরে চিকিৎসার জন্য টিকেট নিতেন ২৫০ জন। এখন আছেন মাত্র ৩৫ জন। এছাড়া উপজেলার একটি অংশ, যাদের সঙ্গে হাসপাতালের ডাক্তারদের ভালো সম্পর্ক রয়েছে, তারা বাড়িতে থেকেই মোবাইল ফোনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউই এখন আর হাসপাতালে আসতে চায় না। তাছাড়া রোগী না থাকলেও ডাক্তার-নার্সদের ঠিক প্রতিদিনের মতোই ডিউটি করতে হচ্ছে। ৪ঠা এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। আমরা চিকিৎসা সেবা প্রদানের জন্য সবধরণের প্রস্তুতি রেখেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, আগের তুলনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা কমে গেছে। করোনাভাইরাস আতঙ্কের কারণে মানুষ হাসপাতালে কম আসছে। এছাড়া যারা আসছে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ টি আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …