শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / জীবাণুনাশক স্প্রে করতে নিজেদের জীবনকে ঝুঁকিতে?

জীবাণুনাশক স্প্রে করতে নিজেদের জীবনকে ঝুঁকিতে?

নিজস্ব প্রতিবেদক: জীবাণুনাশক স্প্রে করতে গিয়ে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলছে প্রচারমুখী এই তরুণেরা। সামাজিক দুরত্ব না মেনে তারা এই ধরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবিষয়ে তাদের সাথে কথা বলার কাউকে পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, শিশু-কিশোরদের এভাবে এই সকল কাজে নিয়োজিত করা যাবেন। বৈশ্বিক মহামারির সময় সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। স্বেচ্ছাসেবার যে কোন কাজ প্রশাসনকে অবহিত করে করতে হবে। স্বেচ্ছাসেবামূলক কাজ প্রশংসনীয়,তবে এতে যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

নাটোরের নলডাঙ্গা উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে একটি সেচ্ছাসেবী সংগঠন নাটোর সামাজিক উন্নয়ন সংঘের জীবাণুনাশক স্প্রে প্রদান করেছে। আজ শুক্রবার বিকেলে নলডাঙ্গা উপজেলায় তেঘরিয়া গ্রামে নাটোর সামাজিক উন্নয়ন সংঘ আয়োজনে বিভিন্ন রাস্তায় ও বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে এই জীবাণুনাশক স্প্রে প্রদান করা হয় । এসময় করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্ড মেম্বার সুরমান প্রামাণিক এর উপস্থিতিতে কার্যক্রম পরিচালিত হয়। নাটোর সামাজিক উন্নয়ন সংঘের সভাপতি শরিফুল ইসলাম , প্রচার সম্পাদক মতিউর রহমান  উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *