মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ভীড় করে বিভিন্ন উপকরণসহ খাদ্য সহায়তা দেয়া কতটুকু নিরাপদ?

ভীড় করে বিভিন্ন উপকরণসহ খাদ্য সহায়তা দেয়া কতটুকু নিরাপদ?

মন্তব্য:করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চের পর থেকে আয়-রোজগারহীন হয়ে পড়ে নিম্ন-আয়ের লোকজন। এমতাবস্থায় বিভিন্ন সরকারী-বেসরকারি,স্বেচ্ছাসেবী সংগঠণ,ব্যক্তি সংস্থা এসকল মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম ও ফেসবুকে আসছে। ভীড় করে বিভিন্ন উপকরণসহ খাদ্য সহায়তা দেয়া কতটুকু নিরাপদ? অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্ন তুলছেন। নানা ধরনের মন্তব্য আসছে এমন সহায়তা দেয়ার ক্ষেত্রে। আমরা কি এই ভয়াবহ করোনা সংক্রণ সম্পর্কে সত্যিই সচেন? আমরা কি সহায়তা দিচ্ছি ফটোসেশন করার জন্য, আমরা কি সহায়তা দিচ্ছি ভোটের জন্য, আমরা কি সহায়তা দিচ্ছি লোক দেখাতে এমন নানা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন সচেতন মহল। ব্যতিক্রমও আছে-এর মধ্যে অনেকেই গোপনে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা দিচ্ছেন। রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত কর্মহীন আয়-রোজগারহীন লোকের বাড়িতে গিয়ে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। অনেকেই যুক্তি দিচ্ছেন সহায়তার সাথে ছবি তুলতে গেলে অনেক আত্মসম্মানবোধ সম্পন্ন অভাবী মানুষ খাদ্য সহায়তা নিতে চাইবে না। এমন পরিস্থিতিতে অনেক সচেতন মহলই বলেছেন, আপনি দান করুন কিন্তু সেটা কল্যাণের জন্য মঙ্গলের জন্যই করুন। সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই দান করুন। নিজে নিরাপদে থাকুন,অন্যকেও নিরাপদে রাখুন।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *