নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে টিম গঠন করেছে ইসলামী ফাউন্ডেশন। কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী উপজেলার বীরপলি আসহাবে সুফ্ফাহ দাখিল মাদ্রাসার সুপার ও হাজারকি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শেখ শাহজাহানকে আহŸায়ক করে গত মঙ্গলবার এ টিম গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম হাফেজ কারি মাও. শাহজালাল, কারি আব্দুল জলিল ও বৈলগ্রাম জামে মসজিদের ইমাম মাও. সোহরাব হোসেন। ইসলামী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস ছোঁয়াচে বলে বর্তমানে আক্রান্ত হয়ে কোনো মুসলমান মারা গেলে সাধারণ মানুষ তার কাফন, জানাজা ও দাফনে অংশ নিতে ভয় পাচ্ছে। তাই কোনো মুসলমান মারা গেলে ওই টিম তার কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করবে। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শফিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছে।
আরও দেখুন
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু
নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …