রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / নন্দীগ্রামে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে টিম গঠন

নন্দীগ্রামে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে টিম গঠন

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাসে মৃত ব্যক্তিদের দাফনে টিম গঠন করেছে ইসলামী ফাউন্ডেশন। কর্তৃপক্ষের নির্দেশানুযায়ী উপজেলার বীরপলি আসহাবে সুফ্ফাহ দাখিল মাদ্রাসার সুপার ও হাজারকি মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শেখ শাহজাহানকে আহŸায়ক করে গত মঙ্গলবার এ টিম গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুর রাজ্জাক, স্টাফ কোয়ার্টার জামে মসজিদের ইমাম হাফেজ কারি মাও. শাহজালাল, কারি আব্দুল জলিল ও বৈলগ্রাম জামে মসজিদের ইমাম মাও. সোহরাব হোসেন। ইসলামী ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস ছোঁয়াচে বলে বর্তমানে আক্রান্ত হয়ে কোনো মুসলমান মারা গেলে সাধারণ মানুষ তার কাফন, জানাজা ও দাফনে অংশ নিতে ভয় পাচ্ছে। তাই কোনো মুসলমান মারা গেলে ওই টিম তার কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করবে। ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শফিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …