শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নিভৃতে ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন

নাটোরে নিভৃতে ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নাম প্রকাশে অনিচ্ছুক একটি স্বেচ্ছাসেবী সংগঠন ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। মঙ্গলবার সকাল থেকে তারা শহরের বঙ্গোজ্জ্বল এলাকায় ঘুরে দুঃস্থ এবং অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে।

নাটোরের রাণী ভবানী রাজবাড়ীতে অবস্থানরত পরিবারগুলোর যুবক এবং তরুণদের সমন্বয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিভৃতে এই কাজটি করে যাচ্ছে। ১ কেজি আলু, আড়াই কেজি চাল, চার’শ গ্ৰাম ডাল এর একটি করে প্যাকেট তৈরি করে তারা এই ৫’শ পরিবারের মধ্যে বিতরণ করেছে।

করো না ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে ঘরে থাকতে বলায় অনেক মানুষ কর্মহীন এবং আয়-রোজগার হীন হয়ে পড়ে। এ সময় সরকারি-বেসরকারি অনেক সংগঠন এগিয়ে এসেছে মানবতার সেবায়। তারই অংশ হিসেবে এই স্বেচ্ছাসেবক সংগঠন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …