নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ব্রীজ ভেঙ্গে ৭/৮ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

সিংড়ায় ব্রীজ ভেঙ্গে ৭/৮ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

নাটোরের সিংড়া উপজেলায় বন্যার পানির চাপে বক্তারপুর ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ব্রীজ ভাঙ্গার কারণে উপজেলা সদরের সাথে অন্তঃত ৭/৮টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ১৯৮৫সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের এই ব্রীজটি। পানি বৃদ্ধির কারণে আজ  শুক্রবার দুপুরে হঠাৎ করে পানির চাপে ভেঙ্গে পড়ে ব্রীজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডপ সহ অন্তঃত ৭/৮টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রীজ ভেঙ্গে দ্রুত পানি নামার কারণে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসী। এদিকে খবর পাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ অন্যান্যেরা ভেঙ্গে যাওয়া ব্রীজ পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী তাজমিল খান জানান,সাধারণভাবে চলাচলের জন্য দ্রুত একটি বাঁশের সেতু করে দেওয়া হবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় ইয়াবাসহ উপসহকারী কৃষি অফিসার আটক

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি অফিসারসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *