রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরের সিংড়ায় হটলাইনে ফোন করে বাড়িতে পণ্য সরবরাহ

নাটোরের সিংড়ায় হটলাইনে ফোন করে বাড়িতে পণ্য সরবরাহ


নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় সিংড়া পৌরসভা করোনায় মানুষকে ঘরে থাকতে উদ্বৃদ্ধ করার লক্ষে বাড়িতে বসে পণ্য সরবরাহ সার্ভিস চালু করেছে। সোমবার বিকেলে সার্ভিসটি চালু করা হয়।সন্ধ্যা হতে হটলাইন ০১৭০৭-০০১১২২ এ ফোন করেন এক বাসিন্দা।

পরক্ষণে বাড়িতে পণ্য পৌছে দেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফোরদৌস। মঙ্গলবার ১নং ওয়ার্ডের বাসিন্দা আমেনা খাতুন নামে এক গৃহবধুর ফোন আসে হটলাইনে পরে তাঁর চাহিদা মোতাবেক পণ্য ক্রয় করে রশিদসহ পণ্য বুঝিয়ে দেন পৌর মেয়র। কোনো সার্ভিস চার্জ ছাড়াই বাড়িতে পণ্য পৌছে দেয়া হচ্ছে সেচ্ছাশ্রমের ভিত্তিতে।

চলো পরিবহণ সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।  এ বিষয়ে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, করোনা মোকাবিলায় সরকার সবাইকে নিয়ে কাজ করছে। বিশেষ করে সবাইকে ঘরে নিরাপদে থাকার আহবান জানিয়েছে। আমরা নাগরিকদের সুবিধার্তে এ সার্ভিস চালু করেছি, যাতে তারা ঘরে থাকতে উদ্বৃদ্ধ হয়। 

আরও দেখুন

নাটোরে সিংড়ায় সংখ্যালঘুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: নাটোরে সিংড়ায় সংখ্যালঘু নারীকে ধর্ষণ, নির্যাতন চাঁদাবাজি বন্ধের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেফতারের দাবিতে …