নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় মৌমাছির বিষে প্রাণ গেল আবুল হোসেন (৬৮) নামের এক বৃদ্ধের। সোমবার উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বয়েন উদ্দিনের ছেলে।
সাবেক ইউপি সদস্য পল্লী চিকিৎসক শাহাজাহান আলী জানান, সকাল ৬টার দিকে আবুল হোসেন তার দুই ভাইয়ের সঙ্গে শ্রীরামপুর গ্রামের কালিবাড়ি নামক মাঠে গম কাটতে যান। গম কাটার এক পর্যায়ে সকাল ৮টার দিকে এক ঝাঁক উড়ন্ত মৌমাছি আবুল হোসেনকে আক্রমণ করে তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটায়। এ ঘটনার পর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় স্বজনরা। হাসপাতালে নেওয়ার পূৃর্বে সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …