শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জেলা পুলিশ সুপার

বাগাতিপাড়ায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলেন জেলা পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি সহ বাগাতিপাড়া উপজেলার সার্বিক অবস্থা পরিদর্শন করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম-বার। সোমবার (৩০মার্চ) বিকেলে উপজেলার তমালতলা সাপ্তাহিক বাজার পরিদর্শন শেষে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অপরাধ আকরাম হোসেন, আবু হাসনাত অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন সহ অফিসারবৃন্দ। এসময় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও চলমান যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়। প্রাণঘাতী করোনক ভাইরাস (কোভিড-১৯) থেকে রক্ষা পেতে সকলের করণীয় সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার।

এসময় তিনি বলেন, এই মহামারি থেকে বাঁচতে হলে সকলকে সচেতন হতে হবে, সর্তক থাকতে হবে এবং সবসময় নিজেকে পরিস্কার পরিছন্ন রাখার আহ্বান জানান তিনি।

আরও দেখুন

বন্ধ চিনি কলের মধ্যে অন্তত ১ টি হলেও চালু করবে সরকার- আদিলুর রহমান খান

নিজস্ব প্রতিবেদক,,,,,, বর্তমান সরকার সকল কিছুর পরিবর্তন করে দিবে সেটা সম্ভব না। শুক্রবার ( ১৫নভেম্বর) …