সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ার ঝলমলিয়া হাটে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

পুঠিয়ার ঝলমলিয়া হাটে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন স্থানীয় ঝলমলিয়া হাটে বিশেষ অভিযান পরিচালনা করেছে। আজ সোমবার করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবং ভাইরাস সমন্ধে মানুষকে সচেতন করতে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, পুঠিয়া উপজেলাধীন ঝলমলিয়া বাজারে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় সকল অপ্রয়োজনীয় দোকান ও জমায়েত বন্ধে এবং সকল মানুষের ঘরে অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন এ বিশেষ অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান ওলির নেতৃত্বে উক্ত অভিযানে অংশ নেন পুঠিয়া পৌরমেয়র রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ সেনাবাহিনী ও পুঠিয়া থানা পুলিশ। তারা সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ জানান।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …