নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
লালপুরে নাপিত ও চা-স্টল দোকানদের অার্থিক সহায়তা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী আজ সোমবার (৩০ মার্চ) সকালে দুড়দুড়িয়া ইউনিয়নের রাধাকান্তপুর, রামপাড়া, বেরিলাবাড়ী, আট্টিকা ও পাইকপাড়া সেন্টারে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। সেই সাথে দিন মজুর,নাপিত ও চা-স্টল দোকানদের অার্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া পাইকপাড়া সেন্টার বাজারে জীবানুনাশক স্প্রে করা হয়। ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রতিদিনই বিভিন্ন এলাকায় গিয়ে আর্থিক এবং খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। সেই সঙ্গে সচেতন হয়ে করো না প্রতিরোধের জন্য সবাইকে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করে যাচ্ছেন।
গতকাল সংবাদমাধ্যমে আসা- “সামাজিক দূরত্ব মানছেন না জনপ্রতিনিধি” শিরোনামে সংবাদের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, যখন কোন এলাকায় যাই, তখন নিষেধ করা সত্ত্বেও লোকজন পাশে ভিড় জমান। আমি তো তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারিনা। তাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা নিরাপদ দূরত্বে থাকুন। দেশের এই সংকট কালীন মুহূর্তে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হয়ে ঘরে বসেও থাকতে পারিনা।
আরও দেখুন
লালপুরে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক লালপুর ,,,,,,,,,,,,,,,প্রফেসর নজরুল ইসলাম রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ পিএনআরএফআরএর উদ্যোগে নাটোর লালপুরে ৫শ …