নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কর্তৃক ঘোষিত ১০ দিনের লকডাউনে নিঃশ্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন মোঃ ওলিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার, পুঠিয়া, রাজশাহী। রবিবার দুপুর থেকে সরকারের এই কর্মকর্তা পুঠিয়া উপজেলার শ্রমজীবি, প্রতিবন্ধী, দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউল ও নগদ এক হাজার টাকা। সহযোগিতা পেয়েছেন এমন পরিবারের সদস্যরা সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিসহ পরিচ্ছন্নতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলার বানশ্বের হাট বাজার সহ অন্যে সকল বাজারে মনিটরিং করেন।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিভিন্ন ঔষধ দোকানে দূরত্ব চিহৃ এঁকে দেন। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং মাস্ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সকল মানুষকে ঘরে অবস্থানের আহবান জানান।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …