মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / হিলি স্থলবন্দর এখন স্থবির হয়ে পড়েছে।

হিলি স্থলবন্দর এখন স্থবির হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক, হিলি
দিনাজপুরের হিলি স্থলবন্দর এখন স্থবির হয়ে পড়েছে। যেখানে প্রতিদিনই শত-সহ লোকের আনাগোনা, এখন তা জনশুন্যে পরিণত হয়েছে। হিলি চেক পোষ্ট দিয়ে বাংলাদেশ থেকে পাসপোর্ট যাত্রী নেওয়া বন্ধ করেছে ভারত সরকার। তবে ভারত আটকে পড়া বাংলাদেশীরা এখনও ফিরে আসছেন। তবে এসব আগমন যাত্রীদের মধ্যে বেশীর ভাগই চিকিৎসা নেওয়া রুগির সংখ্যাই বেশী। তা ছাড়া আগমন যাত্রী সংখ্যাও কমেছে গড়ে প্রতিদিন আসছেন ৫ থেকে ১০ জন পাসপোর্ট যাত্রী।

হিলি সীমান্ত চেকপোষ্ট এখন দু’দেশের সীমান্তে রক্ষীদের দখলে। সীমান্তের নোম্যন্স ল্যান্ডে ওপারে বিএসএফ আর এপারে রয়েছে বিজিবি। ভারত সীমান্তে লক ডাউন থাকায় ভারত সীমান্ত অনুকুল এখন জনশ্যুন্য। তেমনি এপার সীমান্তও জনশুন্য হয়ে পড়েছে।

এর পরও যে সব পাসপোর্ট যারাই আসছেন তাদের উপর কড়া দৃষ্টি রাখছেন হিলি-হাকিমপুর উপজেলা মেডিকেল টীম। রিতিমত তাদের স্বাস্থ্য পরিক্ষা করা হচ্ছে।

এদিকে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সহকারি সার্জন আবু সাইদ জানান, হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আইসুলেশন ওয়ার্ডে কেহ না থাকলেও ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *