সোমবার , এপ্রিল ২১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / করোনাভাইরাস সংক্রমণ রোধে বাগাতিপাড়া পুলিশের বিশেষ প্রচারনা

করোনাভাইরাস সংক্রমণ রোধে বাগাতিপাড়া পুলিশের বিশেষ প্রচারনা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ প্রচারণা চালিয়েছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। এতে বারোটি টিম উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার গুরুত্বপূর্ণ বাজার ও মোড়ে এই প্রচারনায় অংশ নেয়। থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে রাত অবধি এই প্রচারনা চলে।

এসময় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও জনসচেতনতামূলক প্রচারণায় সকলকে ভিতু না হয়ে রিরাপদ স্থানে থাকার অনুরোধ করেন এবং বারবার সাবান দিয়ে হাত ধুতে বলেন।

এসময় এসআই রাকিবুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ৬ টি ইউনিটে ভাগ করে করোনা প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা মুলক প্রচারা করছেন তার। প্রতিটি ইউনিটে দুজন করে দুটি টিম রাত দিন কাজ করে যাচ্ছে এই উপজেলায়।

এই সচেতনতামুলক প্রচারনা অব্যহত থাকবে বলেও জানান তিনি। এবং তিনি আরও বলেন এই ৬ টি ইউনিটের সম্পুর্ন তত্ত্বাবধান করছেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিক্সায় শহর ঘুরালো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *