বিশেষ প্রতিবেদকঃ
করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত বনপাড়া পাটোয়ারী জেনারেল ক্লিনিক। করোনা ভাইরাস এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পাটোয়ারী জেনারেল হাসপাতাল এর স্বাস্থ্য কর্মীরা ডা গোলাম ই আরেফিন প্রিন্স এর নেতৃত্বে শপথ নিয়েছেন। বুধবার বিকেলে এই ক্লিনিকের ডাক্তার এবং কর্মীরা শপথ নিয়েছেন। দেশের এই সংকট কালীন মুহূর্তে যখন বিভিন্ন বেসরকারী ক্লিনিক করোনা রোগীদের চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করছেন, তখন পাটোয়ারী জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেছে। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ। এই বেসরকারি ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার চাইলে এই সংকটকালীন মুহূর্তে তারা সেবা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকবে। লাগবে সরঞ্জাম, লাগবে PPE। তিনি আরো জানান, এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় আমরা ছিলাম প্রতিশ্রুতি বদ্ধ এবং থাকবো ইনশাআল্লাহ।
আরও দেখুন
বড়াইগ্রামে জাতীয় ইঁদুর দমন অভিযানের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,“ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলা …