শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে অতিরিক্ত পণ্য মজুদ, মুদী ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুরে অতিরিক্ত পণ্য মজুদ, মুদী ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুরে অতিরিক্ত পণ্য মজুদের অভিযোগে একজন মুদি ব্যবসায়ীর ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁচকৈড় বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ আল আরেফিন মুদি ব্যবসায়ী মদন কুন্ডুর এই জরিমানা করেন। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, করোনা আতঙ্কের সুযোগে যেন পণ্যমূল্য না বাড়ে সে কারণে ভ্রাম্যমাণ আদালত নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছেন। তারই অংশ হিসেবে দুপুরে চাচকোর বাজারে মদন কুন্ডুর দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাইফ আল আরেফিন অভিযান চালান।

এ সময় চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় ৫০ মেট্রিক টন এর বেশি পণ্য মজুদ দেখতে পান। এ কারণে অতিরিক্ত পণ্য মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী মদন কুন্ডুর ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। …