রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / নন্দীগ্রামে সেনাবাহিনী ও পুলিশের টহলে গণজমায়েত বন্ধ

নন্দীগ্রামে সেনাবাহিনী ও পুলিশের টহলে গণজমায়েত বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম

করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৫শে মার্চ নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের টহলে গণজমায়েত বন্ধ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জানান, গত ২৩শে মার্চ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী মেলা, যাত্রা, সার্কাস, গানের আসর, বহুলোকের উপস্থিতিতে বৈবাহিক অনুষ্ঠান, চাস্টল, দোকান, হোটেল রেস্তরাঁ, আড্ডা, কমিউনিটি সেন্টার, পিকনিক স্পট, বিনোদন পার্ক, কোচিং সেন্টার, ক্লাব সমূহের গণজমায়েত, ক্লাব ভিত্তিক বিভিন্ন টুর্ণামেন্ট, ধর্মীয় অনুষ্ঠান যেমন ওয়াজ, ওরশ, মাহফিল, নামযজ্ঞ, কীর্তন ও সকল প্রকার গণজমায়েত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সে অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ নন্দীগ্রামে টহল দিচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম চলছে। এই কার্যক্রমকে নন্দীগ্রাম উপজেলাবাসী স্বাগত জানিয়েছে। সেনাবাহিনী ও পুলিশের টহলে উপজেলায় গণজমায়েত বা দলবদ্ধভাবে চলাচল হচ্ছে না।

আরও দেখুন

লালপুরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,১৭ নভেম্বর:নাটোরের লালপুর উপজেলার ঈশ^রদী ইউনিয়ন যুবদলের উদ্দ্যোগে শান্তি ওকর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *