শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সাথে সেনা কর্মকর্তাদের জরুরী বৈঠক

নাটোরে করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের সাথে সেনা কর্মকর্তাদের জরুরী বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ও জনগণকে সচেতন করতে নাটোরে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সেনা কর্মকর্তাদের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া সেনানিবাসের মেজর কামরুল ইসলাম, ক্যাপ্টেন সামিরা, লেফটেন্যান্ট সোয়েব, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমানসহ নাটোরের প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

বৈঠকে সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসক বলেন, আগামীকাল ২৫ মার্চ থেকে মেজর কামরুল ইসলামের নেতৃত্বে নাটোরে সেনাবাহিনীর টিম মাঠে থাকবে। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটও তাদের সাথে উপস্থিত থাকবেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …