শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শপিং মলসহ দেশের সব দোকান বন্ধের ঘোষণা

শপিং মলসহ দেশের সব দোকান বন্ধের ঘোষণা

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের কারণে শপিং মলসহ দেশের সব দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

করোনাসভাইরাসের সংক্রমণ এড়াতে রবিবার (২২শে মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত শপিং মল এবং দেশের সকল দোকান বন্ধ থাকবে। তবে, ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে।

এর আগে, করোনাভাইরাসের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরবর্তী সময়সূচি এপ্রিল মাসে প্রকাশ করা হবে বলেও জানানো হয়। এছাড়া দেশের সব অফিস আদালতের কাজ সীমিত করে আনা হয়েছে। কর্মীদের বাসায় থেকে কাজ করার নির্দেশ দিয়েছে অনেক অফিস।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম হয় এমন অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত হয়। এছাড়াও সতর্কতা হিসেবে সবাইকে গণপরিবহণ এড়িয়ে চলতে বলা হচ্ছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …