শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / শবে মেরাজের নামাজ বাড়িতে পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

শবে মেরাজের নামাজ বাড়িতে পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

নিউজ ডেস্কঃ
করোনাভাইরাসের সংক্রামণ প্রতিরোধে শবে মেরাজের নফল ইবাদত বাড়িতে বসেই পড়ার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সারাবিশ্বের মুসলমান এই রাতটি ইবাদতের মধ্যদিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্যদিয়ে রাতটি কাটান তারা।

রবিবার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, “আজ পবিত্র শবে মেরাজে মাগরিবের পর ইমাম শুধু মোনাজাত করবেন। তাই সারারাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, প্রতিবছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে “লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য” শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়।

তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না সেখানে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …