শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় ইউএনও’র বাজার তদারকি

নাটোরের সিংড়ায় ইউএনও’র বাজার তদারকি

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে চাল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম। গত দু’দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালে প্রায় ৪ টাকা বেড়েছে। এছাড়াও পেঁয়াজ, রসুন, আঁদা ও কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় বাজার তদারকি করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু শনিবার দুপুরে উপজেলার বিলদহর ও হাতিয়ান্দহ বাজার তদারকি করেন। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধ চামারী ইউনিয়ন কমিটির সাথে মতবিনিময় সভা করেন। এসময় সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল মৃধা উপস্থিত ছিলেন।

ইউএনও নাসরিন বানু বলেন, চামারী ইউনিয়নে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁদের খোঁজ-খবর নিতে কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও বাজার তদারকি অব্যাহত রয়েছে।

আরও দেখুন

সিংড়ায় ফ্যানের সাথে গৃহবধূর ঝুলন্ত

লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,নাটোরের সিংড়ায় মোছাঃ মনিরা খাতুন (২৩) নামে এক গৃহবধূর ঘরেরসিলিং ফ্যানের …