বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে করোনা আতংকেও বন্ধ হচ্ছেনা কোচিং

গুরুদাসপুরে করোনা আতংকেও বন্ধ হচ্ছেনা কোচিং


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

করোনা ভাইরাস আতংকে বাংলাদেশসহ বিশ্ব কাঁপছে, তখনও নাটোরের গুরুদাসপুরে প্রাইভেট কোচিং ব্যবসা চলছেই। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কতিপয় লোভি শিক্ষকের কারণে অবৈধ কোচিং সেন্টার বন্ধ না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহলের অনেকে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কোচিং শিক্ষক বলেন, আমরা কোচিং বন্ধ করেছি। অনেকেই এখনও কোচিং চালাচ্ছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, এই দুর্যোগ মুহুর্তে কোচিং সেন্টার বন্ধ রাখাই উচিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, প্রাইভেট কোচিংয়ের বিরুদ্ধে দ্রæত অভিযান চালানো হবে।

আরও দেখুন

সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি

নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …