রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের উন্নত খাবার পরিবেশন

বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের উন্নত খাবার পরিবেশন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় বঙ্গবন্ধু’র জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বদ্যিালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন বাক শ্রবণ ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে উষ্ণ স্মৃতি চারণ ও কেক কাটা শেষে খাবার বিতরন করা হয়। উপজেলা প্রশাসন ও বিদ্যালয়ের আয়োজনে এই খাবার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিাংকা দেবী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সাংসদ শহিদুল বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র মোশাররফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম শাপলা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুত, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, বিদ্যালয় প্রধান আকরাম হোসেন প্রমূখ। এসময় বিদ্যালয়ে সেলাই মেশিন, হারমোনিয়াম ও সাউন্ড সিষ্টেম প্রদান করা হয়।

আরও দেখুন

নানা কর্মসূচীর মধ্যদিয়ে বড়াইগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

  নিজস্ব প্রতিবেদক: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে …