নিজস্ব প্রতিবেদকঃ
“মুজিববর্ষে সোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে, আলোর পরিবেশ” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদ্বোধন এবং জাতীয় শিশু দিবস। করোনা ভাইরাসের সতর্কতার জন্য সকল কর্মসুচী সংক্ষিপ্ত করা হয়েছে।
দিবসটি পালনে জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে কালেক্টরেট ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে সংক্ষিপ্ত আকারে পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদ্বোধন ও জাতীয় শিশু দিবস
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …