নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্ম দিন এ নাটোরের লালপুর উপজেলা পরিষদে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয় । মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই শ্রদ্ধ্যা নিবেদন জানানো হয় ।
এসময় উপস্থিত ছিলেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, লালপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ- সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন এর পুত্র শামীম আহমেদ সাগর প্রমুখ।
