বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে করোনা ভাইরাস জনসচেতনতায় প্রচার-প্রচারণা

গুরুদাসপুরে করোনা ভাইরাস জনসচেতনতায় প্রচার-প্রচারণা


নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরে উপজেলা ছাত্রলীগ আয়োজনে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা তৈরি,মানুষকে আতঙ্কিত না হতে সচেতনতামুলক কর্মকান্ড ও প্রচারপত্র বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে ওই প্রচার পত্র বিতরণ করেন।

পরে প্রধান অতিথি করোনা ভাইরাস রোধে করনীয় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন,দেশ জুড়ে করোনা ভারাইস নিয়ে সর্বমহলে আতঙ্ক বিরাজ করছে। সেক্ষেত্রে উপজেলার প্রত্যেক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পর্যায় ও গ্রামের মানুষের মধ্যে এসংক্রান্ত প্রচার প্রচারনা ও উদ্যোগের অভাব রয়েছে। মুলত: প্রত্যেক বিদ্যালয় ছাত্র-ছাত্রীর মধ্যে ও গ্রামের মানুষের মধ্যে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টি ও আতঙ্কিত না হতে এ কর্মসুচী হাতে নেওয়া হয়েছে।

এসময় উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.আতিয়ার রহমান বাধন বিদ্যালয়ে করোনা ভাইরাস রোধে হ্যান্ডওয়াস দিয়ে কিভাবে হাত ধৌত করতে হবে তা ছোট ছোট বাচ্চাদের দেখিয়ে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.শুভাশীষ কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও দেখুন

গুরুদাসপুরে মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল

ঘোষণা ও পুরস্কার বিতরনী সভা নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর ,,,,,,,,,,,,,,,,,,,,গুরুদাসপুরে সাউতুল কুরআন মাদ্ধসঢ়;রাসার বার্ষিক ফলাফল ঘোষণা …