নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষ উপলক্ষে নাটোরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প’কর্মসুচির আওতায় দোকান ঘর ও মালামাল, ছাগল এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে এই কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ।
এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল্লা আল সকিব বাকি, মহিলা ভাইস-চেয়ারম্যান শেখ কামরুন নাহার কাজলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
কর্মসুচির আওতায় বাছাইকৃত ১০ জনকে ১০ টি দোকান ও মালামাল, ৫৬ জনের প্রত্যেককে ১ টি করে ছাগল এবং প্রত্যেককে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক শাহরিয়াজ ভিক্ষাবৃত্তি ছেড়ে প্রাপ্ত দোকান ও মালামাল খাটিয়ে এবং ছাগল পালন করে নিজেদের ভাগ্যের উন্নয়ন করার জন্য উপস্থিত সুবিধাভোগিদের আহবান জানান।
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে জেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির উদ্বোধন
আরও দেখুন
বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে
ঐক্যের বিকল্প নেই দুলু নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল …