শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বড়াইগ্রামে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে পাটোয়ারী জেনারেল হাসপাতালের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। “মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বেলা এগারটার দিকে পাটোয়ারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পল্লী চিকিৎসক ও স্বাস্থ্য সেবা কর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার পরিতোষ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটোয়ারী জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার হোসনে আরা হোসেন, ডাক্তার গোলাম আরেফিন প্রিন্স প্রমুখ। সভায় বর্তমানে বিশ্বব্যাপী বিস্তৃত করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার অনুরোধ জানানো হয়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …