মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / রাজশাহীর চারঘাট থেকে ইয়াবাসহএকজনকে আটক করেছে র‌্যাব

রাজশাহীর চারঘাট থেকে ইয়াবাসহএকজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর চারঘাট থেকে ইয়াবাসহ শফিকুল নামে একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে তাদের ১৫৮২ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। আটক শফিকুল বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের মৃত রণি মন্ডলের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার  এএসপি মোঃ রাজিবুল আহসান জানান,মাদক এর বিরুদ্ধে র‌্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চারঘাট উপজেলার বাকড়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রি ও সংরক্ষণকালে শফিকুলকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা সংরক্ষণ ও বিক্রয় এর কথা জনসমক্ষে স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চারঘাট থানায় হস্তান্তর করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *