নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় মহিলাসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো-চামটা চাঁদপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে সজীব হোসেন (১৮), সজীবের বোন চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামের আঃ জলিলের স্ত্রী হালিমা খাতুন (৫০) ও তার ছেলে জুলহাস উদ্দিন (২৭)।
স্থানীয়রা জানান, চামটা চাঁদপুর বিলে প্রতিদিন সন্ধ্যায় পাশের গোপালপুর গ্রামের কিছু যুবক মাদক সেবন করতো। এ ঘটনায় সজীবসহ চাঁদপুর গ্রামের যুবকরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুরের শাকিল নামে এক যুবক সজীবকে কথা আছে বলে ডেকে নেয়। পরে শাকিল, বাচ্চু, আলতাব ও শাহাব উদ্দিনসহ ৭-৮ জন তাকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এ সময় সজিবের চিৎকার-চেঁচামেচি শুনে এগিয়ে গেলে হামলাকারীরা হালিমা খাতুন ও জুলহাসকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও দেখুন
বড়াইগ্রামে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে ৬টি ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের …