নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বিদ্যুতায়িত হয়ে রায়হান হোসেন (২৬) নামে ডেকোরেটর ব্যবসায়ী এক যুবক নিহত হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দুর্গম কুসুম্বী কালীগঞ্জ গ্রামে নিজের বাড়িতে সাব-মারসিবল লাইনের মটর মেরামত করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। রায়হান কুসুম্বী কালীগঞ্জ এলাকার শরিফুল ইসলামের পুত্র।

এদিকে স্থানীয়রা জানায়, বিদ্যুতায়িত হওয়ার পর রায়হানকে স্থানীয় গ্রাম্য ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পর দাফনের জন্য ধোঁয়ানোর সময় সে নড়ে ওঠে। পরে তাকে কয়েক ঘন্টা অক্সিজেন দিয়ে রাখার পর। বিকেল সাড়ে ৪টায় রক্তশূন্য হয়ে মারা যায়।

ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়হান নিজে একজন ইলেকট্রিশিয়ান ছিল। মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাদের বাড়ির সাব-মারসিবল লাইনের সমস্যা দেখা দেয়। এসময় রায়হান হাঁটু পানিতে নেমে সাব-মারসিবল লাইনের মটর মেরামত করেন। মটর মেরামত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পানিতে থাকা অবস্থায় বাড়ির লোকদের মটরের স্যুইচ দিতে বলে। স্যুইচ অন করার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক:নাটোর সদর উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারনাকালে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তারুল ইসলাম আলমের ২জন কর্মী-সমর্থকের …