মঙ্গলবার , এপ্রিল ১৫ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে এক বাছুরের দুই মাথা ও তিন কান !

নন্দীগ্রামে এক বাছুরের দুই মাথা ও তিন কান !

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে এক গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে। গত বুধবার সকালে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে এ বাছুর প্রসব হয়। এ বাছুর প্রসবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিজাম উদ্দিনের নিজবাড়িতে সকালে তার গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর প্রসব করে। কিন্তু প্রসবের কয়েক ঘণ্টা পর বাছুরটি মারা গেছে। সেই বাছুরটি দেখার জন্য এলাকার শত উৎসুক লোকজন তার বাড়িতে ভিড় জমায়। নিজাম উদ্দিন বলেছে, বাছুরটির সবকিছুই ঠিক ছিল, শুধু একটির স্থলে দুটি মাথা, দুটির স্থলে তিনটি কান ছিল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণাংশু মন্ডল বলেছে, বিষয়টি আমি শুনেছি। গাভীর ডিম্বাণুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) …