শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান

বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে কৃষকের ১২ টি ঘর পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। খবর পেয়ে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও খাবার সামগ্রী প্রদান করা হয়েছে।

জানা যায়, সোমবার বিকেলে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সে আগুন ছড়িয়ে পড়লে ৮ টি পরিবারের ১২ টি ঘরসহ ছাগল ও নগদ আড়াই লক্ষ টাকা পুড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনলেও এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ টাকা।

খবর পেয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ ৪০ হাজার টাকা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল। এছাড়াও পাঁকা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবনসহ খাবার সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …