শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / করোনায় আক্রান্তদের শতকরা ৯৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

করোনায় আক্রান্তদের শতকরা ৯৪জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন

নিউজ ডেস্কঃ
প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬৫২ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শুধু চীনেই মারা গেছেন তিন হাজার ৯৮ জন। আর রবিবার পর্যন্ত বিশ্বের ১০৪টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৯০ জন।

অন্যদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৯১৪ জন। পরিসংখ্যান অনুযায়ী এ রোগে প্রতি ১০০ জন মারা যাচ্ছেন ছয়জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৪ জন। রবিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ পরিসংখ্যান প্রকাশ করেছে। উল্লেখ্য, করোনার উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩১৩ জন। তবে সেখানে ইতালি ও ইরানের চেয়ে মৃত্যুর হার কম। দক্ষিণ কোরিয়ায় মারা গেছেন ৫০ জন। 

তবে মৃত্যুর হারে চীনের পরেই রয়েছে ইতালি। সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৮৩ জন, মারা গেছেন ২৩৩ জন। আর ইরানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৬ জন, মারা গেছেন ১৯৪ জন। গত বছরের শেষদিকে চীনের হুবেই প্রদেশ থেকে ছড়ায় এ ভাইরাস।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …