রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জেঃ
চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

আজ রবিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শওকত আলী।

দন্ডিত আসামী হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৫১)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে সায়মা খাতুন পলির সাথে একই ইউনিয়নের ভাটটোলা গ্রামের মৃত বাহার আলীর ছেলে মোঃ মাসুদ রানার সাথে ১৫ বছর পূর্বে বিয়ে হয়। মাসুদ রানা কোন কাজকর্ম করতো না, এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই একপর্যায়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর গভীর রাতে স্ত্রী সায়মাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় নিহত’র মা সেতারা বেগম ওই দিনই সকালে বাদী হয়ে মাসুদ রানার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী। আজ রবিবার দুপুরে মাসুদ রানার যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …