শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে মহিলা অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাটোরে মহিলা অধিদপ্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার• প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে শহরের স্বাধীনতা চত্বর থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসন নাটোরের সহযোগিতায় এই র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সরকারি গণ গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও মহিলা অধিদপ্তর মহিলা পরিষদ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের নেতা-নেত্রীরা এই র‌্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …