শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বগুড়া / নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নন্দীগ্রামে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ, ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ই মার্চ বেলা সাড়ে ১১ টায় পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুকুল হোসেনের সঞ্চনালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা নজিবুল্লাহ মজনু, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, মোতাহার আলী, শাজাহান আলী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান প্রমূখ।

এরপরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আবু তৌহিদ রাজীবের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি। অপর দিকে বিকেলে পৌর ছাত্রলীগের আয়োজনে একটি র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বাসষ্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রানা এলএলবি।

আরও দেখুন

নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল …