শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / ৫ বছর পর আগামীকাল (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা আ”লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

৫ বছর পর আগামীকাল (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলা আ”লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
২০১৪ সালের ২৩ ডিসেম্বর দীর্ঘ ৫ বছর পর আগামীকাল (৫ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে। এর আগে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করেই এই সম্মেলন হচ্ছে। আর তৃণমূলের নেতাকর্মীদের দাবি, জেলা আ.লীগে তাদের আনা দরকার যারা তরুণদের নিয়ে নিজের স্বার্থ বাদ দিয়ে দলের জন্য কাজ করবে। আর প্রার্থী বলেছেন তৃণমুলের নেতাকর্মীদের সাথে নিয়ে দলের জন্য কাজ করতে চান। সম্মেলনকে ঘিরে সব ধরণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বললেন জেলা আ.লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল।

মেয়াদ উত্তীর্ণের ২ বছর পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল (৫ মার্চ) বৃহস্পতিবার পুরোতন ষ্টেডিয়ামে মাঠে। সম্মেলনকে ঘিরে নিজ নিজ পদ জানান দিচ্ছেন ফেস্টুন ও ব্যানারের মাধ্যামে। আর জেলা শহরে ফেস্টুন-ব্যানারে পাশেপাশি চলছে মিছিল-মিটিংও। ৩০৩ কাউন্সিলরের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন বেশ কয়েক নেতাকর্মী।

সভাপতি পদে লড়ছেন, বর্তমান জেলা আওয়ামিলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, সহ-সভাপাতি রুহুল আমিন, সিনিয়র সহ সভাপতি জিয়াউর রহমান এবং ছাতনেতা ইঞ্জিয়ার মাহতাব উদ্দীন।
সাধারণ সম্পাদক পদে পড়ছেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বর্তমান এমপি ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান এবং পৌর আওয়ামিলাগের কার্যবোর্ডে সদস্য ডা. গোলাম রাব্বানী।

তৃণমূল নেতাকর্মী ও কাউন্সিলররা বলছেন, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই যারা নিজের স্বার্থ না দেখে দলের প্রবীণ-তরুণদের নিয়ে দলের জন্য কাজ করবে। সম্মেলনকে ঘিরে জেলায় এক ধরণের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে।

এদিকে তিন বছর মেয়াদে পদ পাওয়ার জন্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কাউন্সিলর কাছে যাচ্ছে প্রার্থীরা। প্রার্থীরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগের দায়িত্ব প্রদান করলেই দলের জন্য সর্বচ্চটুকু দিতে প্রস্তুত তারা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল বলছেন, আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে ত্রি-বার্ষিকী সম্মেলন অনুুষ্ঠিত হবে। আর সম্মেলন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এ সম্মেলনে জেলার ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

আগামীকালকের সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামিলীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিব এমপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য মন্ত্রী হাছান মাহমুদ এমপি।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। …