রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

পাবনার ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। আজ সোমবার সকাল ১০ টায় এই উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োাজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সহকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল।


স্বাগত বক্তব্য দেন, নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি । অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার আরিফুল ইসলাম।

আরও দেখুন

নাটোরের ছিনতাই হওয়া প্রতিবন্ধীর রিক্সা পাবনার চাটমোহর থেকে উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদরের তেবাড়িয়া এলাকার আখেরের মোড় হতে ছিনতাই হয়ে যাওয়া প্রতিবন্ধী মুন্নার অটোরিকশাটি …