নিজস্ব প্রতিবেদকঃ
শোক র্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ রবিবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশের আয়োজনে শহরের বড়হরিশপুর বাইপাস থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত পুলিশ সদস্যদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলা পুলিশ সদস্যরা। এসময় স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে নিহতের আত্মার মাগফেরাৎ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে পুলিশ লাইনস ডিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও দেখুন
নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …