রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / নন্দীগ্রামে কষ্টিপাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার

নন্দীগ্রামে কষ্টিপাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ
বগুড়ার নন্দীগ্রামে কষ্টিপাথরের বিঞ্চুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। ১লা মার্চ দুপুর আনুমানিক দেড় টার দিকে নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ভরমাঝগ্রাম থেকে কষ্টিপাথরের বিঞ্চুমূর্তিটি উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভরমাঝগ্রামের শুকবর আলী তালুকদারের একটি পুরাতন পুকুর খনন কাজ চলছিল। গত ২৯ শে ফেব্রæয়ারি দুপুরের দিকে পুকুর খনন কাজের শ্রমিকরা খাবার খেতে যায়। এরপর ওই গ্রামের রোকেয়া বেগমের চোখেপড়ে কষ্টিপাথরের বিঞ্চুমূর্তির ভাঙা অংশ। এরপর সবার অজান্তে রোকেয়া বেগম তা বাড়িতে নিয়ে যায়।

পরদিন বিষয়টি জানাজানি হলে রোকেয়া বেগমের বাড়িতে মানুষ ভিড় জমায়। গ্রামের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। তারপর রোকেয়া বেগম কষ্টিপাথরের বিঞ্চুমূর্তির ভাঙা অংশ একটি দোকানের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।

উপজেলার কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেন, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মূর্তিটির ভাঙা অংশ দেখে ধারণা করেন এটা কষ্টিপাথরের বিঞ্চুমূর্তি। কিন্তু এর মূল্য কত হবে তা নিশ্চিত বলা যাচ্ছে না।

আরও দেখুন

নন্দীগ্রামে নবান্ন উৎসবে মাছের মেলা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,এখন মাঠ থেকে আমন ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে। সেই নতুন ধান থেকে পাওয়া …