নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরেঃ
সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে এই প্রথম সরকারি ভাবে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা প্রশাসন আয়োজনে পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেনের সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো.আব্দুল কুদ্দুস।
তিনি বীমা কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বলেন,বীমা সম্পর্কে জনগণকে অবহিতকরণ করার জন্য আরও প্রয়োজনীয় বিভিন্ন সেমিনার করে তাদেরকে বীমা কার্যক্রম সম্পর্কে অবগত করতে হবে। তাহলে জনসাধারনগণ বীমার কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে বীমা করার প্রতি আগ্রহী হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন,গুরুদাসপুর উপজেলার বিভিন্ন বীমা কর্মকর্তাগণ।এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.হাফিজুর রহমান,কৃষি কর্মকর্তা মো.আব্দুল করিমসহ সকল বীমার সদস্যগণ উপস্থিত ছিলেন।