শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / নাটোরের গুরুদাসপুরে ইটভাটার শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন

নাটোরের গুরুদাসপুরে ইটভাটার শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
নাটোরের গুরুদাসপুরের বোয়ালি গ্রামের ছুটু বসাক এর ছেলে রাম বসাক(৩৫) নামের এক ইটভাটা শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইট ভাটা মেসার্স এএসবি  বিরুদ্ধে। গুরুদাসপুরের মেসার্স এএসবি বিক্সস নামের ইটভাটার একটি গোপন কক্ষে আটকে রেখে তিনদিন ধরে ওই নির্যাতন চালানো হয়। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানা নিয়ে এসেছে।

তিনি উপজেলার শাহাপুর গ্রামের আ-লীগ নেতা আব্দুর রহিম মোল্লার ইটভাটায় মাটি তৈরির কাজ করেন। অভাবে পড়ে বর্ষা মওসুমে ১৫ হাজার টাকার অগ্রিম শ্রম বিক্রি করে ছিলেন তিনি। তাও সিরাজুল ইসলাম নামের এক সর্দারের মাধ্যমে। চার মাস আগে কাজ শুরু করে ১৫ হাজার টাকা শোধ করেছেন তিনি। কিন্তু সর্দার সিরাজুলসহ কিছু শ্রমিক পালিয়ে যাওয়ায় ভাটা মালিক আ-লীগ নেতা আব্দুর রহিম মোল্লার ছেলে আলমগীর মোল্লা ও তার ভাতিজা ছাবলু যৌথভাবে তাকে শিকলবন্দি ওই নির্যাতন চালিয়েছেন।

নির্যাতনের শিকার শ্রমিক জানান, তাকে মোটরসাইকেল যোগে ধরে নিয়ে এসে একটি কক্ষে তিনদিন ধরে শিকলবন্দী করে আটক রেখে মারধরসহ মানসিক নির্যাতন চালায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন-অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

গুরুদাসপুরে বাড়ি বিক্রি করেও ঋণ থেকে রক্ষা হয়নি এক বস্ত্র

ব্যবসায়ীর নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,ধার-দেনা শোধ করতে শেষ সম্বল বাড়ি বিক্রি করেও মুক্তি পাননি কুদরত আলী …