নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
নাটোরের লালপুরে ৬টি অবৈধ ইট ভাটার মালিককে ৮ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে লালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস,এম, জামিল আহমেদ জানান, তার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি অপারেশন দল,েউপজেলার রামকৃষ্ণপুর এলাকার এবিএম ইট ভাটা, ভিআইপি ইট ভাটা, এএইচবি ইট ভাটা মঞ্জিল পুকুর এলাকার এনএবি ইট ভাটা, রামকৃষ্ণপুর এ, পাইকপাড়া এলাকার এমআরএ ইট ভাটা, আব্দুলপুর এলাকার এইচবিসি ইট ভাটা এ ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে অবৈধ্ ভাবে ইট ভাটা পরিচালনা করার অপরাধে এবিএম ইট ভাটার মালিককে দুই লক্ষ,ভিআইপি ইট ভাটার মালিকাকে এক লক্ষ টাকা, এনএবি ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা, এএইচবি ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা, এমআরএ ইট ভাটার মালিককে দুই লক্ষ টাকা, এইচবিসি ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা সর্বমোট আট লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে এই জরিমানা আদায় করা হয়।