শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে মজিব বর্ষ উপলক্ষে নাট্য উৎসবে দুইটি নাটক মঞ্চস্থ

চাঁপাইনবাবগঞ্জে মজিব বর্ষ উপলক্ষে নাট্য উৎসবে দুইটি নাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুইটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় নাট্য উৎসব পালন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা শিল্পকলার মঞ্চে নাটক সু-নাগরিকের সন্ধানে ও নাটক একটি অবাস্তব গল্প মঞ্চস্থ করে নাট্যকর্মীরা।

এই সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার জিনিয়া জামান, সহকারী কমিশনার রওশনয়ারা, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আক্তার, স্বাধীন সাহিত্য পরিষেদের সাধারণ সম্পাদক এনামুল হক তুফান, কবি আজিজুর রহমান ও জেলা কালচারাল কর্মকর্তা ফারুকুর রহমান ফয়সল।

ঘন্টাব্যাপী নাটক দুইটিতে কিভাবে সু নাগরিকের সন্ধান এবং নিরহ মানুষ কিভাবে ফেসে গিয়ে ফাঁসির মঞ্চে ফাসি কার্যকারীতা হয়। নাটকটি পরিবেশ করেন রাজশাহী সংস্কৃতি সংঘ ও নাট্যদুয়ার সাত বাড়িয়া সংস্কৃতি সংঘ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোট গ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। …