শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরের ৭৩১টি প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নাটোরের ৭৩১টি প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে জেলার ৭৩১টি প্রাথমিক স্কুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে একযোগে জেলার সবক’টি স্কুলে এ নির্বাচন শুরু হয়। ভোট গ্রহণ চলবে একটানা বেলা ১টা পর্যন্ত।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ আলী জানান, নির্বাচনে জেলার ৭৩১টি প্রাথমিক স্কুলে মোট ১১ হাজার ৭৮০ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি স্কুলের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৭৫ হাজার ২১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচনে ভোট দিতে পেরে স্কুলের ক্ষুদে ভোটাররা (শিক্ষার্থীরা) খুব খুশি।

সদর উপজেলার গোয়ালদিঘি কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোটারদের সুশৃংখলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তাদের মন্তব্য এই ভোটের মাধ্যমে তারা গণতান্ত্রিক চর্চার প্রথম পাঠ নিচ্ছে। ভোটের জয়-পরাজয়ের আনন্দ-দুঃখটুকু তারা অনুধাবন করতে পারবে। এ ছাড়া এখান থেকেই তারা ভোটের ফলাফল (জয়-পরাজয়) মেনে নেওয়ার বিষয়টি শিখবে।

স্কুলটির প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এ নির্বাচনে জাতীয় নির্বাচনের মতই সবকিছু রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার ( শিহাব আলী), সহকারী প্রিজাইডিং অফিসার ( সোহানা খাতুন) ও পোলিং অফিসার (জান্নাতুল ফেরদৌস)। নিয়মমাফিক ও শান্তিপূর্ণভাবে সব ভোটার ভোট দিচ্ছে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …