শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়া / নাটোরের সিংড়ায় এক বছর ধরে ভেঙে পড়ে আছে লালোর-শেরকোল যোগাযোগের একমাত্র সেতু

নাটোরের সিংড়ায় এক বছর ধরে ভেঙে পড়ে আছে লালোর-শেরকোল যোগাযোগের একমাত্র সেতু

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
লালোর ইউনিয়ন এর সাথে শেরকোল ইউনিয়নের যোগাযোগের একমাত্র সেতু ভেঙে পড়ে আছে প্রায় এক বছর। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে নাটোরের সিংড়ার শেরকোল বক্তারপুর বামনহাটের পুরোনা এই ব্রিজটি।

গত বছর বন্যার পানির প্রবল স্রোতে ক্ষতিগ্রস্থ হলে বেশ কয়েকটি গ্রামের মানুষের সাথে শেরকোলের যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে যায়। সেই সময় কিছু বালির বস্তা ও বাঁশের ব্রিজ তৈরি করলেও সব সময় ঝুঁকির মধ্যে মানুষের চলাচল যেখানে ভ্যান-ইজিবাইক, মোটর সাইকেল সহ সকল ধরনের যান চলাচলে ব্যাপক অসুবিধার মুখে পড়েছে।

গত বন্যার সময় ব্রিজটি ভেঙে যাওয়ায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক পরিদর্শন করে জানান, খুব শীঘ্রই এই ব্রিজটি নতুন করে তৈরি করা হবে।

বড় বারইহাটি এলাকার বাসিন্দা শাফায়াত হোসেন জানান, উপজেলা পরিষদের সাথে তাদের এলাকার যোগাযোগের একমাত্র রাস্তায় এই ব্রিজটি। প্রায় এক বছর ধরে ব্রিজটি ভাঙ্গা থাকায় আমরা অসুবিধার মধ্যে আছি। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যান-রিকশা গাড়িতে করে আনতে পারছি না।

এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ব্রীজটি অপসারণ করে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য।

আরও দেখুন

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …