শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আন্তর্জাতিক / ৩০ বার ওঠা-বসা করলেই মিলবে ট্রেনের ফ্রি টিকিট

৩০ বার ওঠা-বসা করলেই মিলবে ট্রেনের ফ্রি টিকিট

নিউজ ডেস্কঃ
বিনামূল্যে ট্রেনের টিকিট দেবে ভারতের রেল কর্তৃপক্ষ। তবে এর জন্য করতে হবে কিছুটা পরিশ্রম। স্টেশনে গিয়েই ৩০ বার ওঠা-বসা করলেই পাওয়া যাবে বিনামূল্যের টিকিট।

নিজের টুইটরে অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেই এমন ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। দিল্লির আনন্দ বিহার স্টেশনে চালু হয়েছে বিনামূল্যের এ টিকিট সুবিধা।

৩০ বার ওঠা-বসা অর্থাৎ ব্যায়ামের মাধ্যমে ফ্রি টিকিটের সুবিধা দিতে সেখানে একটি মেশিন বসিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। এর নাম দেওয়া হয়েছে স্কোয়াট মেশিন। বিনামূল্যে প্ল্যাটফর্ম টিকিট পেতে এই মেশিনে উঠে ১৮০ সেকেন্ডের মধ্যে করতে হলে ৩০টি স্কোয়াট। এই শর্ত পূরণ করলেই বিনা খরচায় পাওয়া যাবে একটি করে প্ল্যাটফর্ম টিকিট।

রেলমন্ত্রী টুইটে জানিয়েছেন, ভারতীয়দের আরও ফিট রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছেন। ভারতীয় রেলের এই প্রকল্প শরীরচর্চায় সবাইকে আরও উৎসাহ দেবে।

ভিডিওতে দেখা যায়, দিল্লির আনন্দ বিহার স্টেশনে এক যুবক স্কোয়াট করে ফ্রি টিকিট পেয়েছেন।

আরও দেখুন

আজ গুগলের ২৫ তম জন্মবার্ষিকী

নিউজ ডেস্ক: ২৫ বছর আগে আজকের দিনে অর্থাৎ, ২৭ সেপ্টেম্বর স্ট্যানফোর্ডের দুই পিএইচডির ছাত্র বড় …