মঙ্গলবার , নভেম্বর ৫ ২০২৪
নীড় পাতা / অর্থনীতি / হানিফ ফ্লাইওভারে টোল দিলেন অর্থমন্ত্রী

হানিফ ফ্লাইওভারে টোল দিলেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে টোল প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। শনিবার সকালে কেরানীগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি এ টোল প্রদান করেন।

জানা গেছে, চলার পথে নিয়মিত টোল প্রদান করেন অর্থমন্ত্রী। যখনই তিনি কোনো টোলভুক্ত ব্রিজ বা ফ্রাইওভার অতিক্রম করেন তখন টোল প্রদান করেন।

যদিও নিয়ম রয়েছে, ফ্লাইওভারে সরকারি গাড়ির ক্ষেত্রে টোল না দিলেও চলে। তবে অর্থমন্ত্রী বরাবরই তার গাড়ির টোল দিয়ে থাকেন।

শুধু নিজে টোল দেন তা নয়, সকলকেই টোল পরিশোধের আহ্বানও জানিয়েছেন তিনি। গত ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে তিনি বলেন, টোলের টাকা দিয়েই সড়ক সংস্কারের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর সড়ক সংস্কারে বিপুল পরিমাণ টাকা দেয়া সম্ভব হবে না। প্রতিটি মহাসড়কে টোল আদায়ের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।

আরও দেখুন

সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:সুইজ কন্ট্রাক্ট প্রতিনিধিদের সাথে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার  অফ কমার্সের মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল …